বার্তা সংস্থা এপির খবর বলছে, ২০২১ সাল শেষ হওয়ার কয়েক মিনিট আগের এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আহত একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে খবরে জানা গেছে। পুলিশ বলছে, গালফপোর্ট নিউইয়ার’স পার্টিতে মারামারির এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১১টা ৫৮ মিনিটে ৯১১-তে ফোন করে পুলিশ ডাকা হয়েছে।
গোলাগুলির অকুস্থলে এখন তদন্ত করা হচ্ছে। এতে প্রত্যক্ষদর্শীদেরও সাক্ষ্য নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় সময় শনিবার বিকালে গালফপোর্ট পুলিশের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
আরও পড়ুন: নববর্ষের আতশবাজিতে আতঙ্কিত পাখিরাও, ঘরে আশ্রয় নেওয়ার ভিডিও ভাইরাল
গোলাগুলিতে নিহতরা হলেন, ডেআইবারভিলের বাসিন্দা কোরেই ডুবোস (২৩), বে সেন্ট লুইসের অব্রেই লুইস (২২) ও গালফপোর্টের সেডরিক ম্যাকর্ড (২৮)। তবে মারাত্মক আহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এছাড়াও যারা আহত, তারা অচিরেই সুস্থ হয়ে ওঠবেন বলে আশা করা হচ্ছে।