কয়েক মাস ধরে নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও নিখিল জৈনের সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও অনেক সমালোচনা হয়েছে। এর মধ্যেই নুসরাত জাহান ও নিখিল জৈনের সম্পর্ক নিয়ে নতুন তথ্য উঠে আসল। নিখিল ছিলেন উভকামী এবং এ বিষয়টি নিয়ে মানসিক যন্ত্রণার মধ্য ছিলেন নুসরাত। ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যম এমনটিই জানিয়েছে।
কাজের সূত্রেই প্রথমে আলাপ হয়েছিল নিখিল-নুসরাতের। নিখিলের বস্ত্র বিপণির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন নুসরাত। সেখান থেকেই প্রেম ও বিয়ে। সেই রূপকথার বিয়ের ছবি সবাই দেখে মুগ্ধ হয়েছিল। কিন্তু কেন মাসকয়েকের মধ্যে ভাঙল সেই সম্পর্ক সেটা নিয়েও গুঞ্জনের শেষ নেই।
বিয়ের পরই নাকি নুসরাত দেখতে পান নিখিলের অন্য রূপ। নুসরাতের শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ ছিলেন নিখিল। নুসরাতের ঘনিষ্ঠমহল জানিয়েছেন, নিখিল উভয়কামী। আর এই বিষয়টা জানতে পেরে চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন নুসরাত। নিখিলের অনেক সঙ্গীই নাকি নুসরাতেরও বন্ধু। তবে এ নিয়ে সরাসরি প্রশ্ন করলে নিখিল জবাব দেননি নুসরাতকে। সেই নিয়ে শুরু দুজনের মধ্যকার ঝামেলা।