২২ মে বরিশালে আশ্বিনী কুমার টাউন হলের সামনে বেলা ১২টায় সাংবাদিক রোজিনার মুক্তি তথা স্বাধীন সাংবাদিকতার মর্যাদা পূণরুদ্ধারের দাবিতে মানববন্ধন করে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির বরিশাল বিভাগীয় (প্রস্তাবিত) কমিটির সদস্যগণ। উপস্থিত সাংবাদিকগণ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নিন্দনীয় আচরণের তীব্র প্রতিবাদ করেন একই সাথে তাকে নিশর্ত মুক্তির দাবি জানান। এনএনসি বরিশাল শাখার উদ্যোগে সাংবাদিক খান আরিফের সৌজন্যে বিভিন্ন গণমাধ্যমে নিয়োজিত সংবাদকর্মীরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ ফিরিয়ে দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বরিশাল থেকে তারা সাংবাদিক রোজিনার মুক্তির দাবি জানান। -এনএনসি
