১৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির আহবানে ফিলিস্তিনে এপি ও আল-জাজিরার কার্যালয় গুড়িয়ে দেওয়া তথা বিশ্ব গণমাধ্যমের ওপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য জননেতা আবুল হোসাইন। সমাবেশে বক্তব্য রাখেন এনএনসির শিক্ষা বিষয়ক পরিচালক এমএ মান্নান মনির।
ফিলিস্তিনের ওপর ইসরাইলি প্রতিটি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জনাব আবুল হোসাইন বলেন, রোহিঙ্গাদের যেমন বাংলাদেশে আশ্রয় দিয়েছে তেমনি ইসরাইলিদের আশ্রয়দাতা ফিলিস্তিনকে জীবন দিয়ে খেসারত গুণতে হচ্ছে। নারী শিশু ও নিরস্ত্র জনসাধারণকে নির্বিচারে হত্যা করে ও বাড়ি ঘর গুড়িয়ে দিয়ে ইসরাইল সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করে চলছে। যুদ্ধ একদিন থেমে যাবে কিন্তু ফিলিস্তিনির ওপর ইসরাইলের এই বর্বরতা বিশ্বের ইতিহাসের কালো অধ্যায় হয়েই থাকবেনা বরং এর মাশুল দিতে হবে। ইতিহাস কাউকে ছাড় দেয়না। তিনি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘকালের বিবাদমান পরিস্থিতি- যুদ্ধ বিগ্রহের শান্তিপূর্ণ সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে এনএনসির প্রেসিডেন্ট আলহাজ¦ মাসুম বিল্লাহ বলেন, ইসরাইলের কাপুরুষোচিত আচরণে আমরা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ক্ষুব্ধ অন্তরে চরম ঘৃণা ও ধিক্কার জানাই। তিনি আরো বলেন, ফিলিস্তিনের সব দরজা জানালা বন্ধ করে ইসরাইল ধর্ষকের ভূমিকায় নেমে পড়েছে। সংবাদ মাধ্যমের কার্যালয় ধ্বংস আর সাংবাদিকদের বিতাড়িত করে ফিলিস্তিনকে বিশ^ বিচ্ছিন্ন করার পায়তারা করছে। গোলা জলে মাছ শিকারের নীল নকশা এখন এই নেট দুনিয়ায় চলেনা; তা ইসরাইল বেমালুম ভুলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম বিশ্বের এই বিষফোড়া ইসরাইলের চলমান ফিলিস্তিনের ধ্বংসজজ্ঞের বন্ধের আহবান জানিয়েছেন। আশা করছি জাতির জনকের যোগ্য কন্যা শেখ হাসিনার আহবানে আরববিশ^ সাড়া দিবেন। সমাধান হবেই এবার দুই দেশের লাগাতার দীর্ঘ ৭৩ বছরের মরণযুদ্ধ। -এনএনসি