ভালবাসা ভালবাসা আর ভালবাসা বাঙালীর ভালবাসার টানেই শতব্যাথা বুকে জমিয়ে ফিরে এসেছিলে তুমি আমাদের মাঝে প্রিয় নেত্রী, ১৭ মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ” স্বদেশ প্রত্যাবর্তন দিবস ” এ দিবসের চার দশক পূর্তিতে তৎকালীন গঠিত ‘শেখ হাসিনা প্রতিরোধ কমিটি’ এর সকল সদস্যদের বিচার এর আওতা আনা এখন সময়ের দাবী। উক্ত কমিটির সদস্যরা ১৯৭৫ পরবর্তী ২১ বছর সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে পদায়ন ছিলেন ২০০১ পরবর্তী সরকার ও সংসদীয় সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে আসীন ছিলেন।
যেহেতু এদেশের মাটিতেই যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যার খুনীদের বিচার হয়ছে তাই ‘শেখ হাসিনা প্রতিরোধ কমিটি’র সকল সদস্যদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া এখন সময়ের জোর দাবি। আশা ও বিশ্বাস এদেরও বিচার হবে বাংলার মাটিতেই ইনশাআল্লাহ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এদেশের গণতন্ত্র নস্যাৎ ও স্বাধীনতার মূল্যবোধ ভূলুণ্ঠিত করা হয়। ১৯৮১ সালের ১৭ মে রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আবারো দেশে স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে।