৪ মে বেলা আনুমানিক ১.৩০ টায় রাজধানীর বংশালে এক লেবাসধারী মোল্লা একজন রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। তাৎক্ষণিক এক সংবাদকর্মীর ধারণকৃত ভিডিওতে রিক্সাওয়ালাকে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংএর নজরে আসলে ওসি বংশাল মো. শাহীন ফকির বিপিএম’কে নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে নির্দেশ দেন।
যেই কথা সেই কাজ অভিযুক্ত ব্যক্তিকে বংশাল থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হন। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। সে বংশাল এলাকার একজন প্রভাবশালী বাড়িওয়ালা। তার বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া চলছে।
অন্যায়কারি যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে- এর সত্যতা ও দৃঢ়তা আবারো প্রমাণ করল ডিএমপির বংশাল থানা। -এনএনসি