আবার এসেছে কৃষ্ণচূড়ার দিন
আবার আমাদের হাতে হাত রাখা খেলা
বাতাসের পায়ে কিশলয় রিনিঝিন
রঙের প্লাবনে ভাসছে হৃদয় ভেলা
আবার বসেছে সপ্ত সুরের হাট
গলছে আবার জমাট অগ্নি লাল
উৎসবে জাগে সেদিনের মরুমাঠ
হৃদয়ে হৃদয়ে দোলা উথলানো তাল
আবার এসেছে কৃষ্ণচূড়ার মাস
চোখে চোখ রেখে আমাদের কথা হবে
কাটবে দিবস রজনী রুদ্ধশ্বাস
তবুও অনেক ব্যকুলতা রয়ে যাবে
হোক যতখানি সেরে নিই সখি অদ্য
ফাগুন আবার কবে জানি পাবে ছাড়া
ঠোঁটে ঠোঁটে আঁকি কৃষ্ণচূড়ার পদ্য
ভুলে গিয়ে যত পিছু নেয়া ঘরতাড়া
– কবি শরীফ মুহম্মদ ফয়েজুল আলম