অফিস আর আদালতেই
লকডাউন ঠিক চলে,
পাড়া মোড়ের টং দোকানে
আড্ডা তো তাই বলে!
সদর রোডেও চলছে এবার
বাস বন্ধের ছলে,
সি এন জি আর অটোরিক্সা
মিলেছে সেই দলে।
প্যাডেল রিক্সা চলছে কিছু
সরু গলির পথে,
দাঙ্গায় না জটায় যেন
খোদ পুলিশের সাথে।
করবে কিবা দিনান্তেরা
পেটের ক্ষিদের কাছে?
রাখবে কে খোঁজ পরিবারের
কি খেয়ে সব বাঁচে!
ষোল কোটির মধ্যে এখন
ক’জন পাবেন ধণী?
সত্যিকারের দাতা বলে
যাদের সবাই জানি!
সচিবালয়ের কর্তারা সব
মুখে কুলুপ এঁটে,
সরকারি সব সুবিধা নিয়ে
থাকেন ঘরে সেঁটে।
তাঁরাই আবার দেশটা চালায়
যবর বুদ্ধি দিয়ে,
দরিদ্রেরা মরুক না হয়
সব কবরে গিয়ে।
নেত্রীর ত্রাণ নেতারা খায়
শালি শালা মিলে,
পারলে তো ওরা দেশটা খেতো
পানি ছাড়া গিলে।
চালডাল নেই ঘরে যাদের
বের হোক শুধু তাঁরা,
পাড়ায় মোড়ে আড্ডা জমায়
আসলে ওরা কারা!
করোনাবাহী ওরাই তো সব
মাস্ক রাখেনা নাকে,
পাতি নেতা বলেই আবার
এড়িয়ে সবাই থাকে।
কি বলাতে কি হয়ে যায়
বিশ্বাস নেই মোটে!
মুরব্বিরা চুপ হয়ে রয়
সেই দাপটের চোটে।
সাত দিন আরো লকডাউনটা
বাড়িয়ে কি বা হবে?
স্বাস্থ্যবিধির অর্থ যদি
না ই বোঝে তবে!!
২০ এপ্রিল ২০২১