ইমাম হোসাইন হাসিব ও সীমা সিনহা অভিনীত এইচ বি ফিল্মস নিবেদিত বিপ্লব হোসাইন পরিচালিত কন্ঠশিল্পী ও সুরকার দৌলত হাসানের গান আর সুরে সাজানো “দরদিয়া” এবারের ঈদের আয়োজন। বিশ্ববিমারি করোনার আঘাতে জর্জরিত বাঙালির মনে একটু মায়া ভালবাসার দরদ অনুভূতি জাগাতেই আসছে অসাধারণ সৃষ্টি “দরদিয়া”। লক্ষ দর্শক শ্রোতা অপেক্ষার প্রহর গুনছে দেখতে সেই “দরদিয়া”। বলতে বলেতে এসেই যাবে ঈদুল ফিতর। এবারের রমজানে চলমান লকডাউন আর নানা প্রতিকূলতার মধ্য থেকে সুদক্ষ ও তরুণ পরিচালকের সাহসী ভূমিকায় এপার ওপারের বাঙালি শিল্প-সাহিত্যে নতুন মাত্রাযুক্ত হচ্ছে জেনে সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে ক্যালেন্ডরের দিকে। -এনএনসি
