জীবনে যা কিছু পেয়েছি যা তোমারই মাঝে মোর আনন্দ ।
তোমারই আবেশে মোর হ্রদয় পুলকীত শিহরণ সানন্দ।
ভাবেরই আদান প্রদান অনুভব আর পাওয়া স্রোতের এ ধারা।
বহতা নদীর মত গতিহারা।
পাহাড় সাগর সিমান্ত সব কিছু পেরিয়ে বাড়া।
চির শান্তি চির সজিব তোমারে যে কাছে মোর পাওয়া।
আমারও পরনে যে সুর, যে বানী বাজে তা গান হয়ে যায় দিবানিশি সুরে সুরে।
সুধাইও না মোরে বার বার এর কোন অর্থ নেই ধনিয়া উঠে শুধু হ্রদয় জুড়ে।
ক্ষণে ক্ষণে কানে কানে স্বপ্নে যে বলি গোপন মোর ব্যথা শেষ করিতে পারি না সে কল্পনার কথা।
বার বার হাজার বার ডাকিবো তোমায় আমার মরমে।
আমার পরম আপন পরম মায়া হয়ে ছায়া দিয়ে যাও স্মরণে।
সারাদিন নানা কাজে তুমি ডাক দিয়ে যাও যে মায়ার ভাজে।
যে কথা শুনিয়েছো শুনিতে চায় হিয়া হাজারবার।
তুমি মোর চির বন্ধু চির নির্ভর এই ভূবনে