সমস্ত মৃত নক্ষত্রেরা
আজ নেমে এসেছে প্রথম আসমানে।
মৃত্যুপুরী পৃথিবীকে আজ
তারা দেখতে এসেছে খুব কাছে থেকে।
শনশন হাওয়া বয়ে চলেছে
শুনসান পৃথিবীর পথে পথে।
এদেশ ওদেশ করে ঘুরছে হাওয়ারা ।
বয়ে চলেছে দমবন্ধ করা এক ভারী বাতাস।
এদেশ এশহর এনগর আমি
আজ আর চিন্তে পারছি না।
এখানে এখন আর আমার পরিচিত
বাতাস খেলা করেনা ।
চায়ের কাপে ঝড় তোলা আড্ডা নেই!
নেই জন মানব রাস্তায়!
স্কুল,কলেজ আর বিশ্ববিদ্যালয়ে
ছাত্র ছাত্রীদের মুখরতা নেই!
সব যেন কোনো এক দীর্ঘশ্বাস
বয়ে চলা নগরীতে পরিনত হয়েছে।
চায়না থেকে ইউরোপ,আমেরিকা,এশিয়া,
কানাডা,অস্ট্রেলিয়া,ইতালি ও স্পেনে
কোথায় নেই এই মৃত্যুর চিহ্ন!
অবশেষে এই বাংলাও মৃত্যুপুরীতে পরিনত।
এ মৃত্যুর মিছিল
আরো একবার দেখেছে বাঙ্গালী।
১৯৭১ এর লাশের মিছিলের ফসল এই বাংলাদেশ!
কিন্তু এবারের মৃত্যুর মিছিল দেখছে
সমগ্র মানব জাতি।
সব খানে আজ
মহামারিতে পরিনত হয়েছে
করোনা নামের ভাইরাসে।
শত্রু দৃশ্যমান হলে যুদ্ধটা হয় সমানে।
অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কী নিয়ে
লড়বে বলো মানব জাতি!
এই ভাইরাসের সাথে লড়াই করার
না আছে কোন অস্ত্র ,না আছে ঔষধ
আর না জানে নিয়ম।
সব সময় আতংক খেলা করে রক্তের ভেতরে।
আর কত মৃত্যুর মিছিল দেখতে হবে আমাদের?
এই যে আছি আগামী কাল
হয়তো নাও থাকতে পারি!
কবে থামবে এই মৃত্যুর মিছিল?
ইয়া আল্লাহ তুমি আমাদের রক্ষা করো।
থামাও এবার মৃত্যুর মিছিল।
ক্ষমা করো এই মানব জাতিকে।
তুমি তো দয়াময় ক্ষমাশীল,
ক্ষমা করো আমাদের ।
আর সইতে পারছিনা এ নরক যন্ত্রণা।
দু চোখ ভারী হয়ে আসে লোনা জ্বলে!
প্রিয়জনের শব শেষ দেখারও
অনুমতি নেই তার পরিবারের!
চির বিদায়ের দিনে তাদের জানাজায়
নেই আপনজনেরাই!
কবরের এক মুঠো মাটিও ছুঁতে পারছেনা
আজ প্রিয় আদরের সন্তান।
বড়ই করুন ও দু:খজনক।
এ কেমন মৃত্যু তুমি দিলে পৃথিবীতে ?
কেমন মৃত্যু?
ফিরিয়ে নাও তোমার অভিশাপ!
ফিরিয়ে নাও বিধাতা।
আবার ফিরিয়ে দাও
শান্ত ,কমল,মায়াময় পৃথিবীকে।
এনে দাও শান্তি !
ক্ষমা করো আমাদের
ক্ষমা করো ,ক্ষমা করো।।
২৬/০৩/২০২০