জানাযায় ভিড় হয়ে যায়
সকলের প্রিয় হয়ে যায়।
যখন দেহে প্রাণ ছিল!
অনেক কিছুই বলার ছিল,
অনেক কিছু শোনারো ছিল।
যখন দিন কেটেছে নিঃসঙ্গতায়
তখন কোথায় ছিলে,
ব্যস্ততায়?
আবেলার এই শোর-সারাবা,
অবেলায় এই বুকের ব্যথা,
কেনো?
কিছু তার প্রায়শ্চিত্ত,
আর কিছু লোক দেখানো।।
৯ এপ্রিল ২১