গতকাল ৪ এপ্রিল চলচ্চিত্রের ফাদার সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হলো। “সোহান-শাহীন” পরিষদ বিপুল ভোটে জয়লাভ করে। সোহানুর রহমান সোহান সভাপতি এবং শাহীন সুমন মহাসচিব পদে জয়লাভ করেছেন।শাহীন সুমন ১৬৫ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অলিক পেয়েছেন ৬৪ ভোট আর সাফিউদ্দিন সাফি পেয়েছেন ৩৫ ভোট।
নতুন কমিটির প্রতি অভিনন্দন জ্ঞাপনকালে দেশের চলচ্চিত্রকে কাঙ্খিত লক্ষ্যে পোছাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির অন্যতম পরিচালক সারমিন আক্তার ময়না। -এনএনসি