হ্যাঁ আমি বেশ্যা;
উলঙ্গ হয়ে অধঃপতনে টেনে আনি মানব সভ্যতা…
নিজের জঠর জ্বালা চরিতার্থ করতে
আমার অঙ্গ প্রত্যঙ্গ চাদরে বিছিয়ে বিষাক্ত করি,
গ্রাস করি আমার প্রভাবে
বিশ্বে আমার নাম -ভাইরাস,
এনেছি ত্রাস চীনা দেশ থেকে… |
আমি প্রেম জানিনা, আমি হিংস্র — থাবা বসাই,
নরকীয় নখের আঁচড়ে-আদরে পড়ে থাকে নিদর্শনে থরে থরে শবদেহ…
সাদা চাদরে ঢাকা শত শত প্রাণ
অমানিশা রাতের অন্ধকারে দেখি শুধু স্বার্থ বিপর্যয় পরিব্যপ্ত;
আমার অট্টহাসি আমি ছড়াতে পেরেছি আমার আধিপত্য |
অন্তহীন অমাবস্যা, চাঁদ ওঠেনি আজও ||
2/7/20
কবি পরিচয়:
অঞ্জনা চক্রবর্তী লিখছেন সেই শৈশব কাল থেকে |ছোটবেলা থেকেই সাহিত্য চর্চার প্রতি তাঁর অদম্য আগ্রহ |পেয়েছেন উৎসাহ বাবা মা , স্বামী , সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষিকা বিনীতা দত্ত , হামাগুড়ির বন্ধুর স্ত্রী ইউনিভার্সিটিতে কর্মরতা অনুরাধা সরকার , আর পাঠক কুলের কাছ থেকে |ইংরেজি সাহিত্যর মাস্টার ডিগ্রী আর চিরকাল ইংরেজি মাধ্যমের পড়াশোনা ও কর্ম জীবন কাটিয়েও বাংলা সাহিত্যের প্রতি দুর্বলতা আর গোপন নেই |পুরাতন ঘটনা থেকে শুরু করে বর্তমান কালের গতি প্রকৃতি সব কিছুর ছাপ পাওয়া যায় তাঁর কবিতায় | পড়ুন ভালো লাগবে |