১২ই মার্চ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ-এর আয়োজনে সাংবাদিক নেতা সাঈদুুর রহমান রিমনের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভা অনুঠিত হয়। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের প্রাণের সংগঠন বিএমএসএফ-এর বিগতদিনের সাফল্যের দিকগুলো তুলে ধরে বর্তমান এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির ভাষণে বিএমএসএফএর প্রতিষ্ঠাতা সেক্রেটারি আহমেদ আবু জাফর বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি মধ্যদিয়ে বিএমএসএফ-এর দেশব্যাপি সাংগঠনিক গতিশীলতা বাড়াতে হবে। ঘোষণানুযায়ী দেশের প্রথম জার্নালিস্ট শেল্টার হোম প্রতিষ্ঠা কার্যক্রম গ্রহণসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিন্ধান্ত সকলের সামনে তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাহবুবুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাসুম বিল্লাহ ও আমেনা ইসলাম প্রমূখ।
দেশের বরেন্য সাংবাদিক নেতা, সাহসী সাংবাদিক সাঈদুর রহমান রিমন দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র প্রধান হিসেবে সুনামের সহিত দীর্ঘদিন ধরে দায়িত্বপালন করে আসছেন । গত ২৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত কাউন্সিলে তিনিসহ আরো ৮জনকে বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয় বলে দৈনিক শ্যামল বাংলা’র বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে জানিয়েছেন বিএমএসএফএর সেক্রেটারি আহমেদ আবু জাফর। সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর বলেন, জনাব সাইদুর রহমান রিমন দীর্ঘদিন ধরে সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বিএমএসএফ-এর সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশব্যাপি সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়।
সভার পরিসমাপ্তিতে বরেন্য সাংবাদিক সাইদুর রহমান রিমনকে ফুলদিয়ে বরণ কালে সকলের মাঝে প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হয়।
-এনএনসি