তুমি নাইবা দিলে দেখা,
আকাশেরতো নেই গো সীমারেখা
সেইখানেতেই মনের নানান রঙে
আঁকবো তোমার ছবি,
চোখের জলে ভিজিয়ে নিয়ে তুলি,
আঁকবো আমার অপূর্ণ স্বপ্নগুলি,
বুকের থেকে রক্তধারা নিয়ে
আঁকবো আঁচল, আলতা পায়ের
আমার মানবী।
তার গালেতে রাখবো আদর,
রাখবো চুলে হাত,
চোখের কাজল নাই যদি বা দিলে,
আছে রাতের অন্তরালে
দুঃখের কাজললতা।
সুখের ছাতা নাইবা দিলে,
দুঃখের বার্তা পাঠিয়ে দিও ইথারে…
সব যন্ত্রণা ভুলে হাতের পরশ দিবো
ভুলিয়ে, সবটুকু যন্ত্রণা যাবে
বাতাসে উড়িয়ে…..!
৭/৩/২০২১