১৫টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা, একাধিকবার হামলার শিকার ও পৈত্রিক সম্পত্তি থেকে বিতাড়িত কুমিল্লা জেলার দাউকান্দি উপজেলার মালিগাওয়ের হাজী মো. আফজালুর রহমান ভূঞা সাবেক বিডিআর এর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন একই সাথে সাংবাদিকদের অধিকার রক্ষায় সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান এনএনসি প্রেসিডেন্ট আলহাজ্ব মাসুম বিল্লাহ।
ভুক্তভোগীর পক্ষে বক্তব্য রাখেন এনএনসির বিভাগীয় প্রধান ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ.এইচ.আর.আই এবং ইউ.ইউ.এইচ.আর.বি.এফ এর চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান এবং চাঁদপুর সিটি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক খন্দকার মো. শামসুল আলম। তিনি বলেন- মানবাধিকার ও ন্যায় বিচার বঞ্চিত হাজী মো. আফজালুর রহমান ভূঞার জীবনের নিরাপত্তাসহ ন্যায় বিচার পেতে পারে তার জন্য সরকারের সংশ্লিষ্ট সকলের ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী হাজী মো. আফজালুর রহমান ভূঞা ক্রন্দনরত অবস্থায় তার ওপর শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে অত্যাচারের বর্ণনায় বলেন যে, এনামুল হক লনি, গিয়াস উদ্দিন ভূঞা, রেজাউল কবির ও শিউলী বেগমসহ এলাকার কতিপয় লোক ২০১৭ সাল থেকে একের পর এক ১৫টি হয়রানী ও মিথ্যা মামলা দিয়েই ক্ষান্ত হয়নি; তাকে বাড়ি ছাড়া করে তার পৈত্রিক সম্পত্তি জবর দখল করে। বর্তমানে ভুক্তভোগী হাজী মো. আফজালুর রহমান ভূঞা জানের নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ ৬ মার্চ ২০২১ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তার জানের নিরাপত্তাসহ ন্যায্য বিচারের জন্য সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। -NNC