জীবনের কাছে কত প্রশ্ন আমাদের…..
কত কৌতূহল!
কেন এসেছি?
আবার, কেনই বা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে?
প্রতিদিন হিসেব করি, কি পেলাম?
কি পেলামনা….?
কি চাই আমরা?
কি পেলে মনে হবে পৃথিবীতে আমার জীবন স্বার্থক?
কারো জীবনই কি পুরোপুরি স্বার্থক ছিল এই পৃথিবীতে??
জীবনে প্রাপ্তির সাথে অনেক অপ্রাপ্তি থাকবে এটাই স্বাভাবিক।
এক জীবনে কত শত চাওয়া,
কেউ হাজার বছর বাঁচতে চায়, আবার কারো জন্য এক একটি দিন/ একটি মুহূর্তই যেনো হাজার বছরের শাস্তি। কেউ বলে সন্তানদের জন্য বেচেঁ আছি, কেউ বলে বেচেঁ থাকতে হবে বলেই বেচেঁ আছি।
কেউ হাতে সময় ফুরিয়ে গেছে বলে দুঃখ করে, কেউ আবার মৃত্যু প্রার্থনা করেও মৃত্যুর নাগাল পায় না।
এই পাওয়া না পাওয়ার হিসেব শেষ হওয়ার নয়।
আমরা যা চাই তা পেয়ে যাওয়ার পরো আমাদের জীবনে প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে!
জীবন সুন্দর! আবার সংগ্রামের আরেক নামও জীবন। স্বর্গ আর নরকে পাশাপাশি নিয়ে চলতে হয় জীবনে।
সুযোগ পেলেই যারা জীবনে অনেকটা পথ হেঁটেছে?
তাদের জিজ্ঞেস করি,
জীবনটাকে তারা কি ভাবে দেখেন?
তাদের মতে বুকে কষ্ট, মুখে হাসি নিয়ে চলার নাম জীবন, শুধু আমরা সাধারণ মানুষ নই, রাজা বাদশাদের জীবনেও অনেক সংগ্রাম ছিল, এটা আছে এবং থাকবে। সংগ্রামের মাধ্যমে জীবনের রঙ বদলায়।।
জীবন তো নদীর মতোই কখনো জোয়ার কখনো ভাটা, এপার ভাঙ্গে তো ওপার গড়ে। ভাঙাগড়ায় জীবন চলে জীবনের মতো। কিন্তু যুদ্ধটা সবাইকেই করতে হয়। সে হোক রাজা বা সে হোক রিক্সা চালক। আর এই জীবনের যুদ্ধে কেউ জেতে, কেউ বা হারে।
#১
জীবন যখন থমকে দাড়ায়
দুঃখগুলো নালিশ করে,
নানা রঙের লোকের ভিড়ে
না পাওয়ারা কেঁদে মরে,
আছে দুঃখ, আছে সুখ,
জীবন? সে তো ঝড় বৃষ্টি আর রংধনুর এক রূপ।।
#২
স্বপ্নগুলো আকাশ ছোঁয়া
যায় না তারে সহজে পাওয়া,
কি হারিয়েছি?
কি পেয়েছি?
অংক কষে যায়না বোঝা।।
#৩
থেকে থেকে বাস্তবতা ডাকে!
দুরন্ত এই ছুটে চলায়, জীবনের এই ছলা কলায়….
জীবন আর আমি!!
চেনা হয় না কাউকে।।
#৪
তবুও চলতে চলতে কুড়াই কিছু স্মৃতিমাখা অতীত,
আঁচল দিয়ে আগলে রাখি দুঃখ সুখের প্রদীপ।।।।।
এই যে আমরা বেচেঁ আছি, পরিবারের কাছা কাছি আছি, তার জন্য আল্লাহ তা’লাকে ধন্যবাদ দিচ্ছি তো প্রতিদিন?
“আলহামদুলিল্লাহ”
আর যাদের দুঃসময় যাচ্ছে তাদের জন্য প্রার্থনা রইলো।
May Allah bless us and protect us all