আমার “মা” আমাকে সবসময় সাদা-হালকা রংয়ের জামা বানিয়ে দিত…কখনও আমাকে লাল-নীল-হলুদ-কালো-বেগুনী…এসব রঙের জামা বানিয়ে দিত না…সবসময় বলত এসব রং আমাকে মানাবে না, কারন আমার গায়ের রং কালো, এসব রং পড়লে আমাকে আরও কালো লাগবে…আমি সবসময় আমাকে নিয়ে বলতে শুনতাম, মেয়েটা কালো হলে কি হবে…দেখতে অনেক মিষ্টি!! সেই ছোটবেলা থেকে “কালো” শব্দটা আমার সাথে জড়িয়ে গেছে…তারপর আবার সেই মেয়েবেলায় বয়সন্ধির সময় যদি একটু সাজতে যেতাম তখন সবাই বলত…এমনিতেই কালো তারপর আবার সাজলে দেখতে ক্ষ্যাত ক্ষ্যাত লাগবে!!! সবমিলিয়ে সবাই আমার জীবনটাকে সাদাময় করে তুলেছিল….তবে এখন আমি সেই কালো-সাদাময় জীবনটাকে কিছুটা রং দিতে চেষ্টা করি…
আচ্ছা বলুন তো, আমরা যারা কালো হয়ে জন্মগ্রহন করেছি তারা কি কখনও নিজের পরিবার বা নিজের আপনজনদের কাছ থেকে কালো হওয়ার উপলব্ধিটা পান নি? কখনও কি শোনেন নি? ছেলেটা বা মেয়েটা কালো হলে কি হবে, দেখতে অনেক সুন্দর!!! আমার তো মনেহয়, আমার মত প্রত্যেক কালো মানুষেরই এরকম অভিজ্ঞতা আছে…তাই “প্রথম আলো”র আর কি দোষ বলেন, এসব তো আমাদের ব্যক্তি মানসিকতারই প্রতিচ্ছবি!!!
*** আমার ছেলেদের নিয়েও কিছু কালো-সাদার গল্প আছে, সেটা আরেকবার লিখব…তা নাহলে লেখা বড় হয়ে যাবে।