বনফুল খানি পাপড়ি মেলে
মধুপে ডাকিলো কাছে,
মধুপ কহিল, কি সুখ সেখানে
শুধু রঙ মেখে আছো সেজে।
বনফুল বলে, তব অহংকারে
আমার দৃষ্টি নাই,
একবুক মধু জমা রেখে আমি
ডাক দিয়ে শুধু যাই।
তোমার গর্ব, তব পিছে আছে
তীব্র বিষের হুল,
আমি যে একই ধাতার কন্যা
অনামি বনজ ফুল।
আমারও বুকেতে রয়েছে প্রণয়,
আছে যৌবন সুখ,
তোমার পরশ পেতে আমি
তাই ফুটে আছি উন্মুখ।
মধুপের মাথা নিচু হয়ে যায়,
ধীরে ধীরে কাছে আসে,
আকণ্ঠ পান করে সে মধু
প্রণয়ের পিয়াসে।
সৃষ্টি সেখানেই শুরু,
গর্ভমিলনে ভ্রুণ সঞ্চারে
ফুলের বুক কাঁপে দুরুদুরু।
মধুপ চরণে দাগ রেখে গেলো
ফুল পরাগের রেখা,
বনফুল বুকে সৃষ্টির উল্লাস
কবির নয়নে দেখা।।
01-03-2021