পূর্ণতায় যেন অপূর্ণতার গ্লানি
পূর্ণতায় নেই কোন সম্মানি।
নেই কোন আত্মতৃপ্তির বোধ
নেই কোন চেষ্টা ঋণের শোধ ।
সহজেই যা অর্জন
তা তো নিমিষেই বর্জন ।
শূন্যতা থেকে যে প্রাপ্তি
তাতে থাকে অপার প্রশান্তি ।
শূন্যতায় আছে আশা,
আছে ভরসা
নেই কোন লোভ, নেই দূরআশা ।
শূন্যতা মানুষকে স্বপ্ন দেখতে শেখায়
মানুষের কষ্ট বুঝতে শেখায় ।
তাই তো শূন্যতায় হয় পূর্ণতা !
তারিখ: ০৭/১১/১৯
কবি পরিচিতিঃ সুমনা নাজনীন । বাবা’র চাকরীর সুবাদে খুব ছোট থেকেই ঢাকাতে বসবাস । পাবনা আমার জন্মস্থান । ঢাকা ইউনিভার্সিটি থেকে ফ্ন্যান্স এন্ড ব্যাংকিং এ এম.কম পাশ করি ২০০০ সালে । অল্প কিছুদিন একটা বিদেশী কোন্পানীতে কাজ করেছি । ছোট থেকেই লেখা লেখি শুরু , বিবাহিত জীবনে এসে সেটা আবার সিরিয়সলি শুরু করি । আমার লেখা প্রথম উপন্যাস “বুনন” ২০১৭ সালে একুশে বই মেলায় প্রকাশিত হয় । দ্বিতীয় উপন্যাস ” অর্ঘ্য” প্রকাশিত হয় ২০২০ সালে একুশে বই মেলায় ।এছাড়াও আরো চারটি যৌথ কাব্যগন্থে আমার কবিতা প্রকাশিত হয়েছে একুশে বই মেলায় ২০২০ সালে । দেশী ও বিদেশী পত্রপত্রিকায় নিয়মিত কবিতা প্রকাশিত হয় । বেশ কিছু আর্টিকেলস ও লিখেছি । আমি সমাজ পরিবর্তনের জন্য কবিতা গ্রপে মাসের সেরা কবি ও কবিতা পুরস্কার পেয়েছি । একটা বিদেশী অনলাইন ম্যাগাজিন এ সম্পাদনার কাজ করছি । সমাজ কল্যাণমূলক কাজে সুবিধা বনচিত শিশুদের নিয়ে কাজ করছি । বঙ্গীয় সাহিত্য সংসদ এর একজন কর্মী ।