২০ ফেব্রুয়ারি সকাল ৯টা ০৬ মিনিটে এটিএম শামসুজ্জামান তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। শুক্রবার বিকেলে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এর আগে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেবেল কমে গিয়েছিল হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আগমন হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার মৃত্যুতে দেশ-বিদেশে অগণিত ভক্ত কান্নায় ভেঙ্গে পড়েন।
স্বাধীনতার ৭১ প্রজন্ম পূণ:র্বাসন সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম, মহাসচিব মোঃ হুমায়ূন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোঃ লুৎফর রহমান ফাহিম এবং আন্তর্জার্তিক বিষয়ক সম্পাদক ও এনএনসির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুম বিল্লাহ এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
-এনএনসি