আল জাজিরার জন্ম ২০০৪ সালে হয়েছিল বিবিসির আরবি অংশ বন্ধ হওয়ার কারণে চাকরীচ্যুত কিছু সাংবাদিকদের নিয়ে । কথা বলতে চাই হেফাজত ইসলাম এর ঘটনা দিয়ে । হেফাজত ইসলাম যখন ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করে তখন দেখানো হয়েছিল আল জাজিরার খবরে অনেক মানুষ নিহত হয়েছেন কিন্তু আসলে সেরকম ছিলনা, তা পরবর্তীতে একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছিল এবং যে মানুষটির সাক্ষাতকার প্রচার করা হয়েছিল সে ছিল বাকপ্রতিবন্ধি। তো সেখান থেকেই প্রতীয়মান মান হয় যে , উনারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। এখন আসি গতকাল যে লম্বা প্রতিবেদন আল জাজিরা টেলিভিশন পরিবেশন করেছিল “অল দ্য প্রাইম মিনিস্টা’স ম্যান” শিরোনামে তা ভিত্তিহীন বলে আখ্যাহিত করেছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, এখানে সরকার প্রধানদের কারো সাথে জড়িত থাকার কোন প্রমাণ ও হাজির করতে পারেনাই আলজাজিরা টেলিভিশন এবং একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কথার উপর কি করে একটি খবর হতে পারে । এটি একটি প্রতিহিংসার প্রতিফলন সরকারের ধারনা । উল্লেখ্য এই খবরটি যিনি প্রচার করেছেন তিনি হলেন ড.কামাল কামাল হোসেন এর মেয়ের জামাই ডেবিড বার্গম্যান। তাই এখানে একটা সন্দেহ থেকেই যায় যে, জামাই শ্বশুর এর রঙ্গলীলার।এই খবরের ব্যাপারে বাংলাদেশের সাংবাদিকরা ও হতবাক কারণ ঘরের মানুষ হয়ে দেখতে পেলেননা আর আরব থেকে আল জাজিরা কি করে এতসব দেখে আর খবর করে । সত্য বেরিয়ে আসবে একদিন । বাংলাদেশের সাংবাদিকরা ও বসে নেই ক্রু বের হবে জাতি দেখবে বিষয়টা কি ছিল। তাই যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে জানাতে চাই । একজন সাংবাদিক হিসাবে নয়, বাংলাদেশ এর নাগরিক হিসাবে বলতে চাই । খবরের সত্যতা জানুন আগে, পরে মন্তব্য করুন এবং এরকম একটি খবরে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই । সরকারের অর্জন এত সহজে কেউ বা কাহারা এত সহজে ম্লান করতে পারেননা বা পারবেননা।
আজিজুল আম্বিয়া
সাধারণ সম্পাদক
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব