গত ২৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশক্রমে হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব ইশরাত জাহান। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক ইশরাত জাহান ২২তম বিসিএসের একজন কর্মকর্তা। আগামী সপ্তাহের মধ্যে ইশরাত জাহান নতুন কর্মস্থলে যোগদান করবেন।
হবিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে ইশরাত জাহানের নিয়োগের খবরে জাতীয় দৈনিক সংবাদ প্রতিক্ষণের সম্পাদক ও প্রকাশক জনাব মো. আব্দুল আউয়াল (ছিতু) সহ সংবাদ প্রতিক্ষণ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। একই সাথে হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জেলা প্রশাসক ইশরাত জাহান অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।