১ ফেব্রুয়ারি, ঝালকাঠি জেলার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৮৪ সালের এই দিনে ঝালকাঠি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঝালকাঠি জেলার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি’র পক্ষ থেকে সকল ঝালকাঠিবাসী সবাইকে শুভেচ্ছা জানান এনএনসির প্রেসিডেন্ট আলহাজ্ব মাসুম বিল্লাহ।
দক্ষিণবঙ্গের বরিশাল বিভাগে ঝালকাঠি জেলার জেলা শহর। সুগন্ধা নদীর উত্তর তীরে এবং গাবখান চ্যানেল ও ধানসিঁড়ি নদীর পূর্বতীরে অবস্থিত এ শহরটি প্রাচীনকাল হতেই ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত।
১৮৭৫ সালে তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক ঝালকাঠি শহরের পরিচালনার জন্য ঝালকাঠি পৌরসভা স্থাপিত হলে এ শহর পৌরশহরের মর্যাদা লাভ করে। পৌর শহরটি থানা সদরের স্বীকৃতি পায় ১৯০০ সালে। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি ঝালকাঠি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এজেলায় ২টি সংসদীয় আসনে রয়েছে ৪টি থানা। রাজাপুর ও কাঠালিয়া ২টি থানার সমন্বয়ে ঝালকাঠি সংসদীয় আসন-১ আর এই আসনে আছেন আলহাজ্ব বিএইচ হারুন, এমপি। ঝালকাঠি সদর ও নলছিটির সমন্বয়ে সংসদীয় আসন-২ আর আসনে রয়েছেন বর্তমান বাংলার সিংহ পুরুষ জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু, এমপি ও সাবেক শিল্পমন্ত্রী। -এনএনসি