শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে এম এ মান্নান মনির, তিনি আরো বলেন – করোনা মহামারির মধ্যে বিশ্বের অধিকাংশ দেশে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় পড়ালেখায় পিছিয়ে পড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছে শিশুরা। ফলে শিক্ষার্থীদের বিরাট ক্ষতি হচ্ছে। বাল্যবিবাহ ও ঝরে পড়া কমানো, ভর্তি বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব অর্জন হয়েছিল; দীর্ঘ বন্ধের কারণে সেগুলো হুমকির মুখে পড়েছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। করোনার সংক্রমণের বাস্তবতায় নিরাপদ পরিবেশ তৈরি করে সীমিত আকারে স্কুল খোলার প্রস্তুতি নিতে হবে। আজ ১ ফেব্রুয়ারি, সোমবার ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক আয়োজিত করোনা ঝুঁকি মোকাবেলা: শিক্ষার্থীদের নিরাপত্তায় বিদ্যালয় কর্তৃপক্ষের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এম. এ মান্নান মনির এবং রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন্নেছা। আলি হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের জেরিন সুলতানা, শেরে বাংলা নগর আইডিয়াল স্কুলের মোঃ কামাল হোসেন অপু, ধানমন্ডি কচি কন্ঠ স্কুলের নাহিদা সুলতানা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা নাঈমা আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃমিঠুন,সহকারি প্রকল্প কর্মকর্তা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। -খবর এনএনসি
