জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে আজ দুপুর ১২:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মহোদয় জানান যে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত সর্বমোট ৭৮৭ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০:৩০ টায় উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বাহুবল উপজেলায় বরাদ্দ ঘর ৫৭ টি। যার মধ্যে ৩০ টি ঘর ২৩/০১/২০২১ তারিখে হস্তান্তর হবে। অনুষ্ঠানটি উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সম্প্রচার করা হবে।-এনএনসি
