*বরিশালের ছেলেরা হ্যান্ডসাম হয়,তাই সাইনবোর্ড দেখিয়ে মানুষ পটানোয় খুব ওস্তাদ এরা।কিন্তু দীর্ঘ মেয়াদে সম্পর্ক টিকে না।
*নোয়াখালীর ছেলেরা খুবই ফিট,সেক্সি কিন্তু সঠিক পথে এপ্রোচ করতে পারে না। ব্যবসায়িক কাজে এরা প্রচন্ড দক্ষ। ভাষা যে কোন ব্যারিয়ার না বরং এটি একটি শিল্প,তা সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে এরা।
*কুমিল্লার ছেলেরা অত্যন্ত ব্রিলিয়ান্ট। এরা হিসাবে পাক্কা। স্বভাবে ভেজা বেড়াল। সম্পর্কে খুব জটিল। কাটলে, একেবারে ক্ষুরের পোচ। রক্তক্ষরণ হবে কিন্তু কেউ টের পাবেনা।
*সিলেটের ছেলেরা বন্ধুসুলভ এবং একটু মোটা মাথার। অন্যদের চিনতে এবং নিজেদের চেনাতে এদের সময় লাগে।ভিন্ন অঞ্চলের মানুষের সাথে এরা খুব ফ্রেন্ডলি না। কিন্তু একবার মিশে গেলে অত্যন্ত অতিথি পরায়ণ এবং দিনের শেষে চমৎকার মনের মানুষ এরা।
*ঢাকার ছেলেরা মারাত্মক ফান লাভিং। পেট পুরে মজার মজার খাবার ও জিলাপি খায় কিন্তু ভেতরে কোন প্যাঁচ নেই। যাকে একবার বুকে ঠাঁই দেয়,তাকে জানের জিগার করে রাখে।অতুলনীয় নাম্বার ওয়ান ডার্লিং বয় এরা। সেই লেভেলের স্মার্ট কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড়ে কম।
*চাঁদপুরের ছেলেরা খুবই সুদর্শন এবং একই সাথে ব্রিলিয়ান্ট কিন্তু আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর। পুর্বছক করা ছাড়া এরা জীবনে কোন পদক্ষেপই নেয়না।স্বার্থ উদ্ধার শেষ, তো তারাও শেষ!
*খুলনার ছেলেরা বুঝে কম কিন্তু বেশ নির্ভরযোগ্য ও সংসারী। এরা বলে কম, কাজে প্রমাণ করে বেশি। *চট্টগ্রামের ছেলেরা প্রচন্ডরকম ফাঁকিবাজ। কথা ও কাজে কোন মিল নেই। সম্পর্কের বাইরে এদের সম্পর্ক বেশি। তবে নিজ এলাকার বাইরে বেড়ে ওঠা যারা,তারা সবাই আন্তর্জাতিক মানের।
*কক্সবাজারের ছেলেরা অন্য অঞ্চলের মানুষদের বিশ্বাস করে না। এরা সমুদ্র, ঝড় তুফান ভয় পায়না কিন্তু অন্য অঞ্চলের মানুষদের ভয় পায় খুব। চিন্তা ভাবনায় নিঃসন্দেহে অনেক সরলমনা।
*ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা খুব সৃজনশীল, তবে সহজে নিজেদের বুঝতে দেয়না।খানিক আড়াল মেনে চলে। আর একবার ক্ষেপে গেলে এদের সামলানো মুশকিল।
*কিশোর গঞ্জের ছেলেরা সহজবোধ্য,কিন্তু উড়নচন্ডি।এই আছি,এই নেই অবস্থা।বন্ধু হিসেবে মোটেই মন্দ না।
*ময়মনসিংহের ছেলেরা সংশয় ও দ্বিধাহীন। আত্মবিশ্বাসী। এদের মধ্যে বৈষম্যমুলক স্বভাব নেই বললেই চলে। যে কেউ এদের বন্ধু হতে পারে। তবে খরচ করে হিসেব কষে।
*বিক্রমপুরের ছেলেরা সবচেয়ে আপ্যায়ন বিলাসী। মিশুক এবং পরোপকারী। এরা অতিথি আপ্যায়নে সেরা। এদের মধ্যে শিক্ষিতের হার কম কিন্তু যারা শিক্ষিত তারা একেবারেই আইকন।
*মাদারিপুরের ছেলেরা বরিশাল আর চাঁদপুরের মাঝখানে মাইনকার চিপায়।অঞ্চল ভিত্তিক বেশ ভালো আইডেন্টিটি ক্রাইসিসে আছে এরা।নিজেদের রোল বুঝতে পারেনা। সিদ্ধান্তহীনতায় ভোগে খুব।
*বাংলাদেশের উত্তর পূর্ব দক্ষিণ অঞ্চলের ছেলেদের চারিত্রিক ও স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে আপাতত এখানেই। পরবর্তীতে দক্ষিণ পশ্চিম উত্তর বঙ্গের ছেলেদের নিয়ে লিখবো।
এখানে যা কিছু বলা,সম্পুর্নই অনুমান ভিত্তিক।কিছুই কাউকে হেয় করা বা উপরে তোলার প্রয়াসে উল্লেখ করা হয়নি। মানুষের অনুমান অসত্যও হয়।
আমার কোন অঞ্চল প্রীতি নেই।পুরো বাংলাদেশই আমার। তবে এখানে কমেন্ট দেখে জেনে নেয়া যাবে আমার ফ্রেন্ড লিস্টের কে কোন অঞ্চলের।
-এইচ. এ ববি। ২১/০১/২১.অস্ট্রেলিয়া। NNC