২০ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলায় গিয়াসনগর ইউনিয়নে “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্প (প্রথম পর্যায়)” এর আওতায় কোদালীছড়া পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়।কোদালীছড়া পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান। -NNC
