মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার
১। প্রস্তুত টীম ঠাকুরগাঁও। প্রস্তুত প্রথম পর্যায়ের ৭৯২টি ঘর। প্রস্তুত কবুলিওত, সুসম্পন্ন নামজারী, সম্পন্ন স্বাক্ষরিত সনদ। প্রস্তত গৃহহীন ও ভূমিহীন উপকারভোগী। অপেক্ষা ২৩ জানুয়ারির। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের অপেক্ষায় পুরো ঠাকুরগাঁওবাসী। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ২৩ জানুয়ারি ২০২১ সকাল ১০.৩০।
২। আমরা জন্মদিনে কেক কাটি, পার্টি দেই, আনন্দ -উল্লাস করি। আর মাননীয় প্রধানমন্ত্রী তাঁর পিতার জন্মবার্ষিকীতে গৃহহীন ও ভূমিহীনদের বিনা মূল্যে ঘর তৈরি করে দিচ্ছেন। এটাই বঙ্গবন্ধুর দর্শন এবং তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী, অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি। লাল সবুজের বাংলাদেশ, গড়বো মোরা একসাথে।
৩। আজকের ছবি বালিয়াডাঙ্গী উপজেলায় নির্মিত ঘরের।
আগামীকাল আপনাদের দেখাবো হরিপুর উপজেলার নির্মিত ঘর। এভাবে পর্যায়ক্রমে সকল উপজেলার। ধন্যবাদ ইউএনও সহ সংশ্লিষ্ট সকলকে-যারা স্বল্প সময়ে ঘর নির্মাণে অসাধারণ পরিশ্রম করেছেন। -এনএনসি