মন যে আমার নকশীকাঁথা
হৃদয়ে তুই সুইয়ের স্ফুরণ
সেই স্ফুরণে অনল দিয়ে
পুড়াস আমার রক্ত ধমন ।
তুই যে আমার খোলা আকাশ
মন গহিনে তপ্ত বাতাস
সেই বাতাসে আগুন জ্বেলে
অন্তরালে হৃদয় পুড়াস ।
তুই যে আমার প্রাণ প্রদীপে
প্রেম ঢেলে যাস চুপিসারে
সেই প্রেমেতে এতো কেন !
প্রতীক্ষার অশ্রু ঝরে ।
ওরে আমার তপ্ত দহন
ওরে আমার অন্তর দহন
তুই কী আমার হাতটি ধরে
থাকবি পাশে সারা জীবন !