১৯ জানুয়ারি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। একই সাথে এশিয়ান রেডিও’র জন্মদিন। এ উপলক্ষে দিনব্যাপী প্রতিষ্ঠান দু’টির উদ্যোগে গুলশান শুটিং ক্লাব মিলনায়তনে চলবে জমকালো অনুষ্ঠানমালা। দিনভর রয়েছে আনন্দ উৎসব আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বিনিময়, অতিথি বরণ, স্মৃতিচারণমূলক আড্ডা ও বরেণ্য শিল্পীদের পরিবেশনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে এশিয়ান টিভির পর্দায় থাকছে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানমালায় থাকছে দেশি বিদেশি শিল্পীদের কনসার্ট, ভিন্ন মাত্রার সঙ্গীত, টকশো সহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান। শুক্রবার রাত ১২:০১ মিনিটে এশিয়ান টিভি’র কার্যালয়ে ৭ম বর্ষপূর্তির কেক কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সাবেক শিল্পমন্ত্রী ও দেশের প্রবীন রাজনীতিক আমির হোসেন আমু এমপি, উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপিসহ শিল্পী কলাকুশলীবৃন্দ। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল এম.পি.সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে বাংলাদেশ মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সারমিন আক্তার ময়না এশিয়ান টিভির চেয়ারম্যানসহ সবাইকে শুভেচ্ছা জানান। -এনএনসি
