আজ থেকে ২২বৎসর পূর্বে জননেত্রী শেখ হাসিনা আপা ফ্রান্সে আসেন ইউনেস্কো পুরস্কার গ্রহন করার জন্য। আমার মেয়ে সামান্তা এবং ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, স্ট্রার্সভুর্গ শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জাকির হোসেন ভূঁইয়া ঝানুর মেয়ে রুহি, হোটেলে নেত্রিকে অভ্যার্থনা জানান। এক পর্যায়ে আপা দুই বুড়িকে রুমে ডাকেন,আদর করেন,রষিকতাও করেন। আমার মেয়েকে বলেন, আমিত তোমার আব্বু -আম্মুর বিয়েতে গিয়েছিলাম-তোমাকে দেখলামনা কেন।বুড়ী তখন বলেছিলো- আমিত তখন আল্লার কাছে ছিলাম। -এনএনসি
