জনাব তাপস সাহেব এমপি কিংবা ব্যবসায়ী অথবা অন্যান্য খাতে ব্যাপক সফলতা অর্জন করলেও ঢাকা দক্ষিণ এর মেয়র হিসেবে আজ পর্যন্ত অসফল। তিনি ভবিষ্যতে যে সফল হবেন এর আলামতও আপাতত পরিলক্ষিত হচ্ছেনা। অথচ আমরা যারা ঢাকা দক্ষিণে বসবাস করি তারা তাকে নিয়ে বহু স্বপ্ন দেখেছিলাম যে, তিনি হয়তো গতানুগতিক ধারার বাইরে গিয়ে দঃ ঢাকাবাসীকে নতুন ধরনের কিছু কার্যক্রম উপহার দেবেন যা বাস্তবে উত্তরে করে দেখিয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। তাপস সাহেব ইচ্ছে করলেই পারতেন,কিন্তু তিনি আজ পর্যন্ত তা করেননি, কেন করেননি বা করতে পারেননি একমাত্র তিনিই এর ভালো উত্তর দিতে পারবেন। শেখ পরিবারের প্রচন্ড ক্ষমতাবান ব্যক্তিত্ব হয়েও যখন তিনি পারলেননা, তাহলে আর কে পারবে?এক্ষেত্রে বেশী উদাহরণ বা বিশ্লেষণে না গিয়ে গুলিস্তান এলাকার চরম বিশৃঙ্খলা ও এলোমেলো অবস্থা এবং নাগরিক সুবিধা অসুবিধার কথা হিসাবে করলেই সব পরিস্কার হয়ে যাবে। প্রয়াত মেয়র আনিসুল হক কিন্ত ঠিকই ফার্মগেট বা তেজগাঁ এলাকাকে একটা শৃঙ্খলার মধ্যে এনেছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন আন্তরিকতা কিংবা সদিচ্ছা থাকলে সবকিছুই করা সম্ভব। এজন্য তিনি মরেও অমর হয়ে থাকবেন মেয়র হিসেবে তাঁর অসাধারণ কর্মকাণ্ডের জন্য। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
আর তাপস সাহেবকে অনুরোধ করবো আপনি দয়া করে গুলিস্তান সহ পুরো ঢাকা দক্ষিণ এলাকাকে আপনার মেধা দক্ষতা যোগ্যতা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে অনুকরণীয় ও অতুলনীয় নগর হিসেবে গড়ে তুলবেন। এক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে সেরা কাজটাই চাইবো এবং এ চাওয়াটাই যুক্তিসংগত কারণ আপনাকে আমরা সেরা হিসেবেই জানি।
আপনার সফলতা কামনায় – মাহমুদ আলম