কোহিনূর রহমান কেয়া: বেসরকারী এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষক রা নবম গ্রেডে বেতন পায়।নবম গ্রেডের স্কেল ২২০০০ হাজার টাকা।মাস হলো ৩০/৩১ দিনে।২২০০০ হাজার টাকা দিয়ে ৩০ দিন কি করে ৬/৭ জন মানুষের,বাজার হাট,খাওয়াপরা, ছেলেমেয়েদের লেখা পড়া, বাড়িতে বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা ঔষধ পথ্য ও বাসা ভাড়া দিয়ে সংসার চলে?
মাননীয় শিক্ষা মন্ত্রী, এই ২২০০০ টাকা পায় তাঁরা যারা বিএড করে সিনিয়র শিক্ষক হয় তাঁরা। আর যাঁরা বিএড না করে শিক্ষকতায় আসে তাঁরা পায় ১২০০০ টাকা।বিএড ছাড়া এইসব শিক্ষকদের নবম গ্রেডে বেতন পেতে ১০/১২ বছর অপেক্ষা করতে হয়!এই ১২০০০ টাকায় শহরের বাড়িতে বাবা,মা,ভাই বোন,ছেলেমেয়ে নিয়ে বাসা ভাড়া নিয়ে কি করে জীবনযাপন করছে। ভেবে দেখেছেন কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রী দীপু আপা?
আপনারা শিক্ষকদের থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত। অথচ আপনারা শিক্ষকদের কোনদিও কোন সরকার মূল্যায়ন করলেন না।শিক্ষক রা এতোটাই অবহেলিত নিপীড়িত শোষিত, যা ভাষায় প্রকাশ করতে পারছিনা।
অথচ, সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক রা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। তারা আমাদের তাদের হাঁটুর নীচে দেখে।কোন রকম সম্মান শ্রদ্ধা এমপিও ভুক্ত শিক্ষকদের করে না।আমার প্রশ্ন, সরকারি স্কুলের শিক্ষক রা একই বই পড়ে পাস করেছে।একই ইউনিভার্সিটি থেকে পাস করেছে। শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের একই বই পড়ায়।একই শ্রম দেয়।একই সময় সরকার নির্ধারিত একই সময় প্রতিষ্ঠানে ব্যয় করে।
তাহলে,এই বৈষম্য কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রী দীপু আপা?
কেন আমাদের কথা ভাবেন না!কেন আমাদেরকে জাতীয়করণ করেন না?কেন বেসরকারি শিক্ষক রা সমাজ তথা আপনাদের কাছে এত অবহেলিত!!! এর কোন জবাব আপনাদের কাছে আছে কি?
-এনএনসি