ইংরেজি নর্ববর্ষ ২০২১ পালন করতে গিয়ে বিভিন্ন দেশে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতও হয়েছেন ১৫জন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মারফত এখবর পাওয়া গিয়েছে।
দক্ষিণ-পশ্চিম বসনিয়া অ্যান্ড হার্জগোভিনার একটি কটেজে আটজন নারী-পুরুষ কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীমারা যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ এবংপূর্ব ফ্রান্সে আতশবাজি বিস্ফোরণে ২৫ বছর বয়সী এক যুবক মারা গেছেন। জার্মানিতে বাড়িতে আতশবাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মারা গেছেন ২৪ বছর বয়সী এক যুবক। জার্মানিতে একই ঘটনায় আরো কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বন্দুকের গুলিতে লেবাননে এক সিরিয়ান শরণার্থী নারীর মৃত্যু হয়েছে। ইরাকেও আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।