‘মুক্তিযুদ্ধের চেতনার ফোরাম’ থেকে ফরিদা ইয়াসমিনসহ ১১ জন জয়ী হয়েছেন।তাঁর এই জয়ে ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব।জাতীয় প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক।ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৮১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের কামাল উদ্দিন পেয়েছেন ৩৯৫ ভোট।
১০টি সদস্য পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার ফোরাম থেকে ছয়জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন আইয়ুব ভূঁইয়া, রেজানুর রহমান, জাহিদুজ্জামান ফারুক, শাহনাজ সিদ্দিকী, ভানুরঞ্জন চক্রবর্তী ও রহমান মুস্তাফিজ । অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল নির্বাচিত চার সদস্য হলেন কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম, সৈয়দ আবদাল আহমদ ও বখতিয়ার রানা।
বিজয়ীদের বিশেষ করে জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে যিনি প্রথম নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন; তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন দৈনিক সংবাদ প্রতিক্ষণ পরিবার।