শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার রাতেই ঢাকা ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র না পৌঁছাতেই দুঃসংবাদ পেলেন তিনি। সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) পৃথিবী ছেড়ে চলে গেছেন বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের বাবা সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজা। তিনি বলেন, ৭২ বছর বয়সী মমতাজ আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সাকিব আল হাসান এখনও যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেনি। সাকিব পৌঁছানোর পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে শ্বশুর অসুস্থ হওয়ায় চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ না খেলেই যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
খুলনার ম্যানেজার নাফিস ইকবাল মঙ্গলবার বলেছেন, ‘সাকিবকে গতকাল (সোমবার) রাতেই হোটেল ত্যাগ করতে হয়েছে। সাকিবের শ্বশুর বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। কালকে ম্যাচের পর সাকিব আমাকে জানায়, তার শ্বশুরের অবস্থা ভালো নয়। তখন এটা আমরা আমাদের ফ্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলেছি। অবশ্যই পরিবার আগে। তাই আমাদের এটা নিয়ে কোনও সমস্যা ছিল না।’