প্রিমিয়ার লিগে টটেনহামকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে লিভারপুল। ২-১ গোলের জয়ে তিন পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে তারা। এর ফলে শিরোপা লড়াইয়েও নিজেদের এগিয়ে রাখলো লিভারপুল।
অ্যানফিল্ডে শুরু থেকে চাপ সৃষ্টি করে খেলা লিভারপুল এগিয়ে যায় ২৬ মিনিটে। জোরালো শট নিয়েছিলেন মিশরীয় তারকা মোহামেড সালাহ। ডি বক্সে নেওয়া সেই শট স্পার ডিফেন্ডার টবির পায়ে লেগে জড়ায় দূরের জালে। তখন কিছুই করার ছিল না স্পার গোলকিপারের।
সাত মিনিট পরই সমতা ফিরিয়েছিল টটেনহাম। প্রতি আক্রমণ থেকে জিওভানি লো সেলসোর বল ধরে ক্ষীপ্র গতিতে এগিয়ে যান সন। দারুণ দক্ষতায় আলিসনকে বোকা বানাতে ভুল করেননি দক্ষিণ কোরিয়ান এই তারকা।
একটা পর্যায়ে স্বাগতিকরা বল দখলে এগিয়ে থাকার পরেও স্পাররাই সুযোগ তৈরি করতে থাকে বেশি। বিশেষ করে তারা স্পষ্ট দুটি সুযোগ মিস না করলে ফলাফল ভিন্ন কিছুই হতে পারতো। কিন্তু তাদের সুযোগ মিসের ভিড়ে শেষ মুহূর্তে লিভারপুলের জয় ছিনিয়ে আনেন ফিরমিনো। ৯০ মিনিটে অ্যান্ডি রবার্টসনের কর্নারে দারুণ হেডে গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
১৩ ম্যাচ পর লিভারপুল ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান টটেনহামের। এদিকে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করে তিনে উঠেছে সাউদাম্পটন। ১৩ ম্যাচে সাউদাম্পটনের সংগ্রহ ২৪ পয়েন্ট। লিস্টারেরও সমান ২৪ পয়েন্ট।