সিয়াম-পরী জুটির ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি শুক্রবার ( ১১ ডিসেম্বর) দেশের ২৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি নির্মাণ করেছেন ছোট পর্দার খ্যাতনামা নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি এবারই প্রথম বড় পর্দায় নিয়ে এসেছেন ‘বিশ্বসুন্দরী’।
এদিকে ‘বিশ্বসুন্দরী’ দেখতে প্রথম দিনেই সিনেমা হলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। দর্শকদের চাপ সামলাতে বাধ্য হয়ে বাড়তি শোয়ের ব্যবস্থা করে রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বেশ ভালো সাড়া পাচ্ছি। গতকালের সব টিকিট সোল্ড আউট। বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। ভেবেছিলাম করোনার মধ্যে দর্শক উপস্থিতি কম হবে। আমি যখন শো শেষ করে বের হয়ে দেখলাম অনেক ভিড়, খবর পেলাম, পৌনে ৬টার ইভিনিং শোয়ের টিকিটও সোল্ড আউট। মানুষ টিকিট পাচ্ছে না। অনেকেই আমাকে দেখে ছুটে এসে বলেন, টিকিট পাচ্ছি না। তারপর আমি ভেতরে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম যে, কি করা যায়। এরপর দর্শকের চাপ সামলাতে তারা অন্য একটি থিয়েটারে এক্সট্রা একটি শো প্রদর্শন শুরু করেন। এটা ৭টা ১০ মিনিট থেকে শুরু হয়।’
সিয়াম-পরী ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্ত প্রমুখ। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’-এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
টিভি নাটক নির্মাণের মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি চয়নিকা চৌধুরীর। এর আগে তিনি প্রায় ৪০০ একক ও ১৮টি ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন।