মৃত্যু এক শান্ত চিলের মতোন- দুনিয়াকে সুনসান নীরবতায় ডুবানো এমন শিরোনামে কবি সালেহীন সাজু তার মন খোয়াতে চেয়েছিলেন। অকোপটে ঘোষণা দিয়ে বলেছিলেন নভেম্বরের ধূসর দিনগুলোতে আমি ‘নিখোঁজ হব’- হেমন্তের ঝরাপাতার সঙ্গে।
তবে দারুন খবর হলো- কবি সম্ভবত তার হারানোর আয়োজন কিছুটা থমকে দিয়েছেন। আবার নতুন করে গেয়ে উঠেছেন ‘বাশুরিয়ার বাঁশির সুর কেন আমায় টানে, একতারার এক তার বাজে, মুগ্ধ প্রাণে-প্রাণে! তাই পত্র পল্লব আর তৃণলতায় ঝংকার দিল কবির নতুন বায়নায়- চোখে চোখ হারাবার। ক্লোজআপ ওয়ান খ্যাত লালনকন্যা সালমা’র কণ্ঠে গান বুনছেন ‘নয়ন হারায় তোর নয়নে’ শিরোনামে।
ভয়েস মাল্টিমিডিয়া স্টুডিও সূত্রে জানা যায়, ‘জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা গাইছেন ‘সময়ের আলোড়ন’খ্যাত কবি সালেহীন সাজুর লেখা গান। বর্তমানে রেকর্ডিং ও সুর সংযোগের কাজ শেষ পর্যায়ে। গুছিয়ে এনেছেন সুটিংয়ের কাজ। এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন সন্তোষ কুমার। রিদম ও কম্পোজিশনে আছেন হাজী বাবু ও পিয়াল মাহমুদ। গানটি নিয়ে ইতোমধ্যে সর্বস্তরে আগ্রহের সৃষ্টি হয়েছে। এছাড়া গানটির টাইটেল নামটিও শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলেছে।
এ বিষয়ে কথা হলে শিল্পী সালমা এ প্রতিবেদককে জানান, ‘গানটিতে প্রচণ্ড আবেদন রয়েছে। ভালোবাসার পরশ ও ভালোলাগার উষ্ণতা রয়েছে। তাছাড়া গানটি নির্মাণের রসায়নও খুবই সন্তোষজনক। সবমিলিয়ে বলা যায় ভালো কিছু হচ্ছে। শ্রোতারা সবসময়ই মৌলিকতা পছন্দ করে। এদিক থেকেও গানটি সমাদৃত হবে।’
গানটির গীতিকার সালেহীন সাজু ‘দৈনিক বাংলা’কে বলেন, ‘নয়ন হারায় তোর নয়নে’ গানটি ভিন্ন আঙ্গিকে রূপ দিয়েছি। শ্রোতাদের সম্পূর্ণ নতুন স্বাদ এনে দেবে বলে আমি মনে করি। গানের শব্দগাঁথুনি ছিল চমৎকার ও মনোলোভা।
এর আগেও ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে তার লেখা নাতে রাসূল মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে সুর ও সঙ্গীতে রুপান্তরিত হয়। এটিও ছিল তার এক অনবদ্য সৃষ্টি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী ওবায়েদুল্লাহ তারেক।
দেখা যায়, বাস্তবতার নিরিখে মানুষের মনের প্রতিচ্ছবি তুলে ধরায় জুড়ি নেই কবি সালেহীন সাজুর। এবারো তার ব্যতিক্রম হয়নি। বৈশ্বিক পরিস্থিতির আলোকের মানুষের দূর্বিষহ জীবনের আনন্দ বেদনার কাব্য নিয়ে এর আগেও ঝড় তুলেছেন স্বনামধন্য গীতিকার সালেহীন সাজু। গত ঈদে ‘অচেনা ঈদ’ শিরোনামে তার ভিন্ন স্বাধের অন্তরজুড়ানো কথায় চমৎকার সুর ও সংগীতে একটি গান প্রকাশিত হয়েছিল। আলোচিত গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বনামধন্য শিল্পী জিএম আযহার। তার সঙ্গে আছে এক ঝাঁক শিল্পীর কোরাস কণ্ঠ গানটিকে আরও সমৃদ্ধ করেছিল।