আঙ্গুলে চোট পেয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। জানা গেছে, বেশ গুরুতর চোট পেয়েছেন তিনি। ফলে অপারেশন করাতে হবে এই ব্যাটসম্যানকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। তিনি জানিয়েছেন, মুমিনুলকে অস্ত্রোপচার করাতে হচ্ছে। শিগগিরই তার চিকিৎসা শুরু হবে বলেও জানান তিনি।
শনিবার জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান মুমিনুল। তখনই মাঠ থেকে বের হয়ে যেতে হয়। রোববার দলের অনুশীলনেও দেখা যায়নি তাকে।
বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৩ বলে ৮ রান করেছিলেন মুমিনুল। পরের ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ৭ বলে ৫ রানের ইনিংস খেলেন তিনি।