নতুন করে সম্পর্কে জড়ালেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। এবার বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রেম করছেন ইরা। আমির-কন্যার নতুন এই সম্পর্কের গুঞ্জন ছড়ায় নূপুর শিখরের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে।
ইরা প্রথমে মিশাল কৃপালিনী নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়ান। দুই বছর ধরে সম্পর্কের পর অবশেষে তাদের বিচ্ছেদ হয়। সে কথা স্পষ্টভাবে প্রকাশও করেন আমির-কন্যা।
তবে এবার নূপুর শিখরের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইরা। শুধু নূপুর শিখর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন। তারপর থেকেই বিষয়টি নিয়ে জোর কদমে গুঞ্জন শুরু হয়।
জানা গেছে, গত ৬ মাস ধরে নূপুর শিখরের সঙ্গে ডেটিং করছেন ইরা খান। ভারতে লকডাউন চলাকালীন সময়ে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। মহাবালেশ্বরে আমির খানের বাগান বাড়িতে দুজনকে সময় কাটাতেও দেখা যায়।
উৎসবের মরশুম জুড়ে প্রায় একসঙ্গেই ছিলেন ইরা খান এবং নূপুর শিখর। এমনকি, নুপূরের সঙ্গে মা রীনা দত্তকেও পরিচয় করিয়ে দিয়েছেন ইরা। তারা দুজন একে অপরের সম্পর্কে সবকিছু জেনে বুঝে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান বলেও জানা গেছে।