ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন সময়ে আকস্মিক হার্ট অ্যাটাকের ফলে না ফেরার দেশে চলে যান ডিন জোন্স। সাবেক এই ক্রিকেটার মৃত্যুর পূর্ব পর্যন্ত ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। এর বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে কোচের ভূমিকা পালন করেছেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের কোচ ছিলেন জোন্স। চ্যাম্পিয়ন হওয়ার পর তাকেই শিরোপা উৎসর্গ করেছে দলটি।
করাচি কিংসই জোন্সের কোচিং করানো সর্বশেষ দল। গতকাল নিজেদের পিএসএল ইতিহাসের সর্বোচ্চ সফলতা পেয়েছে করাচি। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছে দলটি।
স্বাভাবিকভাবেই করাচির ক্রিকেটারদের কাছে ডিন জোন্সের সম্মান অন্যরকম ছিল। তার কোচিংয়েই শীর্ষে থেকে পিএসএলের গ্রুপপর্ব শেষ করেছিল দলটি। তাই দিনের চলে যাওয়াতে তাকেই পঞ্চম আসরের শিরোপা উৎসর্গ করেছে করাচি কিংস।
এর আগে পিএসএল ফেরার দিনেও দিন জোন্সকে স্মরণ করে মাঠে ‘ডি’-অক্ষরের প্রতিকৃতি সৃষ্টি করেছিল করাচির ক্রিকেটাররা। মার্চে পিএসএল চলাকালীন সময়ে দলের সঙ্গে পাকিস্তানেই ছিলেন এই অজি কোচ।
সেখান থেকে আইপিএলে ক্রিকেট বিশ্লেষণ করতে ভারতে পাড়ি জমান জোন্স। সুস্থই ছিলেন, কিন্তু আকস্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে আইপিএলের মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ফের মাঠে নামার আগে তাই কোচের এমন বিদায়ে শোকে আক্রান্ত ছিলেন করাচি কিংসের ক্রিকেটাররা। সেই শোককে শক্তিতে পরিণত করেই শিরোপা জিতেছে বাবর আজমরা।