ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ শুনলেন লুইস সুয়ারেজ। করোনা পজিটিভ হয়েছেন উরুগুয়ে ফরোয়ার্ড।
অথচ বুধবার ভোর ৫টায় বিশ্বকাপ বাছাইয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তারা মুখোমুখি হবে ব্রাজিলের। এর কয়দিন পর লা লিগাতেও রয়েছে বহু আকাঙ্ক্ষিত বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচ। করোনায় আক্রান্ত হওয়ায় এখন দুটি ম্যাচের কোনওটিতেই তাকে পাওয়া যাচ্ছে না।সোমবার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘উরুগুয়ের সব সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল। খেলোয়াড়দের মধ্যে সুয়ারেজ ও মুনোজ করোনা পজিটিভ হয়েছেন। টিম অফিসিয়ালদের মাঝে মাতিয়াস ফারালও পজিটিভ। বাকিদের রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে।’
করোনায় আক্রান্ত হলেও এই তিন সদস্যের মাঝে কোনও উপসর্গ নেই। সবাই ভালো আছেন ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে চলছেন।
মূলত দলের আরেক ডিফেন্ডার মাতিয়াস ভিনা করোনা পজিটিভ হওয়াতেই এই পরীক্ষা করিয়েছিল উরুগুয়ে। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলা এই ডিফেন্ডার আগের দিন করোনা পজিটিভ হন।
সুয়ারেজ ছিটকে যাওয়ায় গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচেই তাকে পাওয়া যাচ্ছে না। ২৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে লোকোমোটিভ মস্কো-আতলেতিকোর ম্যাচটিও মিস করতে যাচ্ছেন তিনি। এর পর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষেও তার খেলা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।
অথচ সেপ্টেম্বরে বার্সা ছেড়ে আতলেতিকোয় যোগ দেওয়া সুয়ারেজ ক্লাবটির অন্যতম ভরসায় পরিণত হয়েছেন এই মৌসুমে। আতলেতিকোর হয়ে গোল করেছেন ৫টি। এছাড়া চলমান মৌসুমে লা লিগায় একমাত্র অপরাজেয় দলটিও আতলেতিকো! এমন ধারাবাহিকতা নিয়েই তারা মুখোমুখি হতে যাচ্ছে বার্সার।