চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়ে সামিশার জন্মের কথা জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সারোগেসির মাধ্যমে রাজ-শিল্পার জীবনে আসে তাদের মেয়ে। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার শো, ‘নো ফিল্টার উইথ নেহা’তে এসে দ্বিতীয়বার মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন ৪৫ বছর বয়সী শিল্পা।
তিনি বলেন, ‘আমার মনে হয়ে গত ১০ বছরে জীবনে অনেককিছুরই পরিবর্তন এসেছে। প্রথমবার আমি যখন মা হয়েছিলাম, তখন অনেকটাই ভয় পেয়েছিলাম। তবে দ্বিতীয়বার আমার কাছে বিষটা অনেকটাই সহজ হয়ে গেছে। আমার সাহস আছে বলতে পারো। মানুষ আমাকে নিয়ে কী আলোচনা করছে, আমি সেটা পাত্তাও দেই না। কারণ, এটা একান্তই আমার বিষয়, তাদের নয়।’
শিল্পা বলেন, ‘আমি একজন ভালো মা হওয়ার চেষ্টা করি। আমার বাবা-মা আমাকে যেভাবে বড় করেছেন, সেটা আমার সন্তানরাও জানুক, এটাই চাই।’