পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। স্পষ্টভাষী এই অভিনেত্রী মুখ খুললেই তা সংবাদের শিরোনাম হয়ে যায়। সম্প্রতি, কলকাতার মিডিয়া জগতে নেপটিজম কিংবা ইন্ডাস্ট্রিতে কেমন গ্রুপিং চলে, তা নিয়ে কথা বলার ক্ষেত্রে বেশ সরব থাকতে দেখা গেছে।
এর কিছুদিন বাদেই শুরু হয় অভিনেত্রীর ফিকশন থেকে বাদ পড়ার গুঞ্জন। তবে, এসব নিয়ে শ্রীলেখা মোটেও চিন্তিত নন। তিনি দিব্যি তার মতো নতুন কাজ শুরু করে দেবার তোড়জোড়ে লেগে পড়েছেন। আগামী মাসেই পরিচালনার মাঠে নামছেন এই অভিনেত্রী। ওয়েব ছবি দিয়েই শুরু করতে যাচ্ছেন তার নতুন যাত্রা।
পরিচালক হিসেবে ডেবিউ করা নিয়ে শ্রীলেখা বলেন, ‘আমারই লেখা গল্প, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। ইন্দ্ররূপ ভট্টাচার্যের সঙ্গে চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ।’
এই ওয়েব ছবিতে অভিনয়ে দেখা যাবে শ্রীলেখা, ভরত কল, চান্দ্রি মুখোপাধ্যায় প্রমুখ।
প্রায় দীর্ঘদিন পর ছোট পর্দাতেও দেখা যাবে শ্রীলেখাকে। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রাণীর ভূমিকায়।অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিয়াল করার মতো ধৈর্য্য নেই। ফ্যান্টাসি চরিত্র আগে করিনি বলেই এটা চ্যালেঞ্জিং। ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাইনি। খামখেয়ালি স্বভাবের জন্য মাঝেমাঝে দূরে থাকি। এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে আমার।’
ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় চালিয়ে যাবেন বলে জানান তিনি।