করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া বিশ্বকাপ বাছাই পর্ব খেলার দুয়ার খুলেছে বাংলাদেশের। আগামী ডিসেম্বরেই কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এএফসির তথ্যমতে, আগামী ৪ ডিসেম্বর কাতারের দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ও কাতার দুই দেশ তাদের ফিরতি ম্যাচটি ৪ ডিসেম্বর খেলতে ফিফার অনুমতি চেয়ে আবেদন করেছিল। সে প্রেক্ষিতেই অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাটি।
বাছাইপর্বে এখনো চার ম্যাচ বাকি আছে বাংলাদেশের। এই বছরেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচগুলোর। কিন্তু করোনা ভাইরাসের কারণে দুই দফায় স্থগিত হয়ে যায় ম্যাচগুলো। বাকি ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে, সে সূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ফিফা বা এএফসি। তবে কাতারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সূচির বাইরে গিয়ে আগেই ম্যাচ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। ফিফাও ম্যাচটি আয়োজনে অনুমতি দিয়েছে কাতারকে।
বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের কাতার, ভারত, আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে শুধু কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। বাকি তিনটি ম্যাচ হবে হোম ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
যদিও ম্যাচের ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি বাফুফে। তবে প্রস্তুতি নেওয়া আছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাঈম। তিনি বলেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে ভেবে রেখেছি, ম্যাচটি চূড়ান্ত হলে ১৯ নভেম্বর কাতারে যাবে বাংলাদেশ। তিন দিন কোয়ারেন্টিনে থাকার পর অনুশীলন শুরু করবে দল। সেখানে দুটি অনুশীলন ম্যাচেরও ব্যবস্থা থাকবে।’
এখন পর্যন্ত বাছাইপর্বের ‘ই’ গ্রুপে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে পাঁচ দলের টেবিলের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে কাতার।
চার ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে অবস্থান বাংলাদেশের। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতার।