ডিজিটাল নিউজ মিডিয়া ও কনটেন্ট প্রোভাইডারদের নিয়ে আসা হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায়। এতদিন এই বিষয়টি দেখতো তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত কেবল মন্ত্রণালয়ের দায়িত্ব বদলের গল্প নয়, এর পিছনে আছে পুরোপুরি নিয়ন্ত্রণহীন ডিজিটাল নিউজ মিডিয়ার ওপর কিছু বিধিনিষেধ চাপানোর পরিকল্পনা।
এখন যে কেউ ইচ্ছে করলেই ডিজিটাল নিউজ পোর্টাল খুলে ফেলতে পারেন। শুরু করে দিতে পারেন ইউ টিউব নিউজ চ্যানেল। তারপর সেখানে ইচ্ছামতো খবর পরিবেশন করতে পারেন। কোনো নজরদারি নেই, দায়বদ্ধতা নেই। স্বশাসিত কোনো সংস্থাও নেই তাদের নিয়ন্ত্রণের জন্য। খবরের কাগজের জন্য প্রেস কাউন্সিল আছে। টিভির জন্য সেলফ রেগুলেটরি মেকানিজম আছে। সিনেমার জন্য সেন্সর বোর্ড আছে। কিন্তু সামাজিকমাধ্যম ও ডিজিটাল নিউজ মিডিয়ার জন্য খোলা পড়ে আছে পুরো ময়দান।
সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি মামলায় সরকারের কাছে জানতে চেয়েছিল, সামাজিক মাধ্যমে ছড়িয়ে থাকা ডিজিটাল সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে একটি স্বশাসিত সংস্থার বিষয়ে মতামত জানাতে। সেই মতামত দেওয়ার আগে ডিজিটাল নিউজ মিডিয়া ও নেটফ্লিক্সের মতো কনটেন্ট প্রোভাইডারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হলো। তারা এবার মন্ত্রণালয়ের বিধিনিষেধ মানতে বাধ্য থাকবে।