চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাধারী। অথচ একটি জয়ের জন্য কত হাপিত্যেশ। শেষ অবধি রোমাঞ্চের জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেই গেরো কেটেছে রিয়াল মাদ্রিদের। ইন্টার মিলানকে হারিয়ে ইউরোপ সেরার লড়াইয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে জিদান ব্রিগেড। মঙ্গলবার রাতে বি গ্রুপের ম্যাচে লস ব্লাঙ্কসদের জয় ৩-২ গোলে।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে প্রথম জয়ের দেখা পেতে মরিয়া ছিল দুই দলই। প্রথম ১০ মিনিটে দুই দলই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায়; কিন্তু সাফল্য মেলেনি।
মিনিট দুয়েক পর রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। মাঝমাঠ থেকে গোলরক্ষককে অহেতুক দুর্বল ব্যাকপাস করেন ইন্টার মিলানের আশরাফ হাকিমি। দারুণ ক্ষিপ্রতায় মাঝপথে বল ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।
৩৩ মিনিটে স্কোর ডাবল। টনি ক্রুসের কর্নারে রামোসের দুর্দান্ত হেড, ২-০। এর মিনিট দুয়েক পরই অবশ্য পাল্টা জবাব ইন্টারের। বারেল্লার অসাধারণ এক ব্যাকহিল পাস ডি-বক্সে পেয়ে ভারানের বাধা এড়িয়ে নিখুঁত শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন মার্তিনেজ, ২-১।
দারুণ লড়াইয়ে ৬৮ মিনিটে ম্যাচে সমতা আনে ইন্টার মিলান। গোলটি করেন ইভান পেরেসিক। তবে শেষ হাসি রিয়ালেরই। ৮০ মিনিটে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো পাস ডান দিকে ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে জাল কাপান রদ্রিগো, ৩-২। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
গ্রুপের আরেক ম্যাচে শাখতারের মাঠে ৬-০ গোলে জেতা মনশেনগ্লাডবাখ তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। দুইয়ে নেমে যাওয়া শাখতারের পয়েন্ট ৪। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। ইন্টারের পয়েন্ট ২।